নায়ক সালমান শাহর মৃত্যুর চাঞ্চল্যকর ১০টি রহস্য প্রকাশ করে রাষ্ট্রের কাছে তার বিচার চেয়েছেন অভিনেতার মামা আলমগীর কুমকুম। তিনি বিশ্বাস করেন, এটি আত্মহত্যা নয়, বরং সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। একটি গণমাধ্যমে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে আলমগীর কুমকুম দাবি করেন, সালমান শাহর মৃত্যুর পেছনে তার সাবেক স্ত্রী সামিরা হককে দায়ী। সামিরার সঙ্গে সম্পর্কিত কিছু রহস্যময় ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আজও যুক্তিসঙ্গত কোনো উত্তর মেলেনি। তিনি মনে করেন, রাজনৈতিক কারণে এতদিন সালমান শাহর হত্যার সঙ্গে জড়িত খুনিরা শাস্তি পায়নি। এবার তিনি বিশেষ করে সামিরার শাস্তি দাবি করেন। আলমগীর কুমকুম বলেন, মৃত্যুর আগে সালমান বাথরুম থেকে ফোন করে তাকে জানিয়েছিলেন, মামা, আমি ডিভোর্স পেপারে সাইন করে চলে আসছি। সেই সময় সামিরা বিষয়টি শুনে তাদের মধ্যে ঝগড়া হয়। মারা যাওয়ার খবর পেয়ে সালমান শাহর...