যশোরের শিল্পনগরী ও নদীবন্দর নওয়াপাড়ায় ব্যবসা-বাণিজ্যের মন্দাভাব আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। সার, কয়লা, গম, ডালসহ আমদানি পণ্যের অন্যতম প্রধান কেন্দ্র এ মোকামে বাণিজ্য ধীরগতির কারণে ঝুঁকিতে এম এ আর মশিউর যশোর :যশোরের শিল্পনগরী ও নদীবন্দর নওয়াপাড়ায় ব্যবসা-বাণিজ্যের মন্দাভাব আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। সার, কয়লা, গম, ডালসহ আমদানি পণ্যের অন্যতম প্রধান কেন্দ্র এ মোকামে বাণিজ্য ধীরগতির কারণে ঝুঁকিতে পড়েছেন হাজার হাজার শ্রমিক ও তাদের পরিবার। স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরা আশঙ্কা করছেন, এ পরিস্থিতি অব্যাহত থাকলে কৃষি ও শিল্পোৎপাদনের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়বে। ব্যবসায়ীরা জানান, গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর নওয়াপাড়ায় নতুন করে সক্রিয় হয়ে ওঠে একটি প্রভাবশালী চক্র। তাদের দৌরাত্ম্য, যশোর-খুলনা মহাসড়কের বেহাল অবস্থা ও অর্থে প্রবাহ কমে যাওয়ায় ব্যবসা কমে গেছে চোখে পড়ার মতো। যদিও পুলিশ দাবি...