সরকারি কর্মকর্তা ‘নির্দয়’ হিসেবে চিহ্নিত হলে সেটিকে সাধরণত পেশাগত ঝুঁকি হিসেবে ধরা হয়। তবে আলবেনিয়া এ শব্দটিকে ইতিবাচক গুণে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে- কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মন্ত্রী নিয়োগের মাধ্যমে। বিবিসি লিখেছে, এ মন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য দায়িত্বপ্রাপ্ত নয়; বরং মন্ত্রিসভার এ সদস্য আক্ষরিক অর্থেই এআই দিয়ে তৈরি। নতুন এ সদস্য পপ তারকার মতো কেবল একক নামে পরিচিতি; নাম রাখা হয়েছে দিয়েলা। প্রধানমন্ত্রী এদি রামা বৃহস্পতিবার তার নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে তাকে পরিচয় করিয়ে দেন। গত মে মাসের নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়লাভ করার চার মাস পর রামা এ পদক্ষেপ নিলেন। বিবিসি লিখেছে, এই পদক্ষেপটি আনুষ্ঠানিক নয়, প্রতীকী। কারণ আলবেনিয়ার সংবিধানে বলা হয়েছে যে, মন্ত্রীদের অবশ্যই মানসিকভাবে সুস্থ এবং ন্যূনতম ১৮ বছর বয়সী নাগরিক হতে হবে। তবুও একজন মানুষের বদলে একটি বট...