পোশাক বাছাইয়ে কেট মিডলটনের প্রতিবারই থাকে কোনো না কোনো বার্তা। সম্প্রতি সাডবুরি ও কাক্সটনের টেক্সটাইল মিল সফরে তাঁর ফ্যাশন পছন্দে আবারও ধরা পড়ল সেই দৃষ্টান্ত। ওয়েলসের রাজকুমারী ওই সফরে পরেছিলেন সোনার ড্যানিয়েল ড্রেপার নেকলেস। নেকলেসে ছিল তিনটি অক্ষরের চার্ম। যা রাজপুত্র জর্জ, রাজকুমারী শার্লট ও রাজপুত্র লুইসের নামের প্রতীক। সন্তানদের প্রতি মমতা প্রকাশের পাশাপাশি তিনি শ্রদ্ধা জানিয়েছেন স্বামী প্রিন্স উইলিয়ামকেও। পিপল ম্যাগাজিনের খবরে বলা হয়েছে, কেটের স্যুটে ব্যবহৃত কাপড় ছিল বিশেষ ধরনের প্রিন্স অব ওয়েলস চেক। রাজা চার্লস তৃতীয় ২০২২ সালে প্রিন্স উইলিয়ামকে প্রিন্স অব ওয়েলস উপাধি দেওয়ার পর এই নকশাকে অনেকে দেখছেন প্রতীকী শ্রদ্ধা হিসেবে। এই নকশার উৎপত্তি স্কটল্যান্ডের ইনভারনেসশায়ারের গ্লেনআর্খার্ট উপত্যকায়। ছোট-বড় চেকের সমন্বয়ে কালো, ধূসর ও সাদা রঙে তৈরি হয় এটি। এডওয়ার্ড অষ্টম একে জনপ্রিয় করেছিলেন। আশির...