বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ১০০ উইকেট শিকারের দ্বারপ্রান্তে তাসকিন আহমেদ। আর ৪ উইকেট শিকার করলেই ছোট সংস্করণে শততম উইকেট পূর্ণ করবেন টাইগার পেসার। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে রোববার শ্রীলঙ্কার মুখোমুখি হবে টিম টাইগার্স। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে মাঠের লড়াই। বাংলাদেশের হয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ১০০ উইকেট পূর্ণ করেছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। ১২৯ ম্যাচে ১৪৯ উইকেট নিয়ে এ সংস্করণে বাংলাদেশের সর্বোচ্চ শিকারি সাকিব। তালিকার দুইয়ে থাকা মোস্তাফিজ ১১৪ ম্যাচে নিয়েছেন ১৩৯ উইকেট। ২০১৪ সালের এপ্রিলে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি অভিষেক হয় তাসকিনের। অভিষেকে বল হাতে ৪ ওভারে ২৪ রান খরচায় ১ উইকেট নেন তিনি। এরপর থেকেই লাল-সবুজদের বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। ৭৯ ম্যাচের ৭৭ ইনিংসে ২৭৬.৩ ওভার বল...