জাপানে ১০০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা বেড়ে রেকর্ড প্রায় এক লাখে পৌঁছেছে। দেশটির সরকার এমন তথ্য প্রকাশ করেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, সেপ্টেম্বর মাস পর্যন্ত শতবর্ষীদের সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ হাজার ৭৬৩ জনে, যা নতুন রেকর্ড। তাদের মধ্যে ৮৮ শতাংশই নারী। বিশ্বে সর্বোচ্চ গড় আয়ুসম্পন্ন দেশ জাপান। দেশটি প্রায়শই বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত মানুষের বাসস্থান হিসেবে পরিচিত, যদিও বৈশ্বিকভাবে শতবর্ষীদের প্রকৃত সংখ্যা নিয়ে কিছু গবেষণায় মতভেদ রয়েছে। জাপান বিশ্বের দ্রুততম বয়স্ক জনগোষ্ঠীর দেশগুলোর একটি। যেখানে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস প্রচলিত, কিন্তু জন্মহার তুলনামূলকভাবে কম। বর্তমানে জাপানের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হলেন ১১৪ বছর বয়সী শিগেকো কাগাওয়া, যিনি নারা শহরের উপকণ্ঠ ইয়ামাতোকোরিয়ামার বাসিন্দা। সবচেয়ে বয়স্ক পুরুষ হলেন কিয়োতাকা মিজুনো, বয়স ১১১ বছর। তিনি উপকূলীয় শহর ইওয়াতার বাসিন্দা। স্বাস্থ্যমন্ত্রী তাকামারো...