বাগেরহাটে সংসদীয় আসন পুনবর্হালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা আগামী তিনদিনের হরতালের আওতামুক্ত থাকবে ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির কথা বিবেচনা করে তাদের সাথে জরুরি সভা করে ব্যবসা প্রতিষ্ঠানকে হরতালের আওতামুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। বাগেরহাটের পোশাক ব্যবসায়ী মাহবুবুল আলম কাজল বলেন, বাগেরহাটে আসন পুনবর্হালের দাবির পক্ষে ব্যবসায়ীরা সংহতি প্রকাশ করে লোকসান স্বীকার করে টানা হরতালে সমর্থন দিয়ে দোকানপাট বন্ধ রাখে। দফায় দফায় হরতালে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রতিদিন ব্যবসায়ীরা লক্ষলক্ষ টাকার লোকসানে পড়ছে। বারবার হরতালে দোকান বন্ধ রাখলে ব্যবসায়ীরা ব্যবসা বাঁচাবে কি করে। তাই আমরা কিছুটা আর্থিক ক্ষতি পোষাতে গতকাল শুক্রবার ছুটির দিনে দোকান খুলে দেই।...