ঢাকার প্রাণপ্রেমীরা পেয়েছেন ভিন্ন এক অভিজ্ঞতার সুযোগ। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে ‘প্রাণী ও প্রাণের মেলা’। ব্যতিক্রমী এ আয়োজন করেছে বাংলাদেশ এনিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ছবি: মাহবুব আলম মেলায় এক ছাদের নিচে মিলেছে মানুষের প্রিয় নানান পোষা প্রাণী। বিভিন্ন প্রজাতির কুকুর, ঘোড়া ও পাখির প্রদর্শনীতে ভিড় করছেন দর্শনার্থীরা। কেউ এসেছেন প্রজাতি সম্পর্কে জানতে, কেউ আবার এসেছেন শিশুদের নিয়ে কাছ থেকে প্রাণীগুলোকে দেখাতে। আয়োজকরা জানান, শুধু প্রাণীর প্রদর্শনীই নয়, বরং এখানে প্রাণীকল্যাণ সম্পর্কিত নানা বিষয়েও আলোচনা করা হচ্ছে। দর্শনার্থীদের মধ্যে প্রাণীদের সঠিক যত্ন, খাদ্যাভ্যাস, চিকিৎসা ও দায়িত্বশীলতা সম্পর্কে সচেতনতা তৈরিই মেলার অন্যতম লক্ষ্য। প্রদর্শনীর বিশেষ আকর্ষণ হিসেবে ছিল দেশি-বিদেশি কুকুরের শোভাযাত্রা। ঘোড়ার সৌন্দর্য ও পোষ মানানোর কৌশলও অনেকের নজর কেড়েছে। শৌখিন পাখিপ্রেমীদের জন্য রাখা হয়েছে রঙিন ও বিরল প্রজাতির পাখি। মেলায়...