নিউ জিল্যান্ডের সর্ববৃহৎ শহর অকল্যান্ডে ফিলিস্তিনপন্থি এক মিছিলে হাজার হাজার মানুষ অংশ নিয়েছে; গাজায় ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্রগোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর দেশটিতে ফিলিস্তিন নিয়ে এত বড় সমাবেশ আর দেখা যায়নি। শনিবার স্থানীয় সময় সকালে অকল্যান্ডের কেন্দ্রস্থলে এ ‘মার্চ ফর হিউম্যানিটিতে’ ৫০ হাজারের মতো মানুষ অংশ নিয়েছে বলে আয়োজক গোষ্ঠী আওতেয়ারোয়া ফর প্যালেস্টাইনের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে নিউ জিল্যান্ড পুলিশ বলছে, মিছিলে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল হাজার বিশেক। আওতেয়ারোয়া ফর প্যালেস্টাইনের মুখপাত্র আরামা রাতা বলেছেন, গাজায় ২০২৩ সালের শেষদিকে সংঘাত শুরু হওয়ার পর ফিলিস্তিনের সমর্থনে এখন পর্যন্ত যত মিছিল হয়েছে, সেগুলোর মধ্যে শনিবারেরটাই হল সবচেয়ে বড়। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালানোর পর তেল আবিব গাজায় সর্বাত্মক অভিযান শুরু করে। সেই অভিযানে এখন পর্যন্ত...