ইয়ামালের বাবা ও মায়ের পরিচয় হয়েছিল স্পেনের কাতালুনিয়ার মাতারো শহরে। তার দাদী মরক্কো থেকে প্রথমে স্পেনে পাড়ি জমান এবং পরবর্তীতে তার বাবাকে নিয়ে বার্সেলোনায় যান। অন্যদিকে ইয়ামালের মা শেইলা এবানা গিনি থেকে নিজের মায়ের সঙ্গে স্পেনে আসেন। আর্থিক টানাপোড়েনের কারণে ইয়ামালের শৈশব কেটেছে চরম দারিদ্র্যতায়। ইয়ামাল বলেন, ‘মা আমাকে সময় দিতে পারতেন না কাজের জন্য, কিন্তু রাতের খাবার সবসময় বানিয়ে দিতেন। আমি স্কুল থেকে এসে ট্রেনিং করতাম, আর রাতে মা যখন ফিরতেন, তখন দেখা হতো।’ বার্সেলোনার লা...