১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫২ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫২ পিএম টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতির কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। সম্প্রতি জেলা বিএনপির সাবেক দুই নেতাকে সভাপতি ও সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এই কমিটিকে সম্পর্কে অগণতান্ত্রিক ও পকেট কমিটি অভিহিত করে তা বাতিল ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় পুনরায় কমিটি গঠনের দাবিতে সাংবাদ সম্মেলন করেছে সমিতির অপর অংশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেলা ট্রাক মালিক সমিতির কমিটি নিয়ে দ্বন্দ্বের চিত্র ফুটে উঠে। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য শহর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও ট্রাক মালিক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সেলিম রেজা অভিযোগ করেন, ২৪ এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতির কার্যক্রম সম্পন্ন স্থবির ও অচল...