১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৯ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৫ পিএম পাকিস্তানের পাঞ্জাব ও সিন্ধু প্রদেশে প্রবল বন্যার কারণে বিপুল মানবিক সংকট সৃষ্টি হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ সতর্কতার সঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। দেশজুড়ে ত্রাণ কার্যক্রম চলছে, যাতে দুর্যোগে আক্রান্ত মানুষদের নিরাপদ আশ্রয় এবং প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া যায়। পাকিস্তানের পূর্বাঞ্চলে সম্প্রতি প্রবল বন্যার কারণে লাখ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান ইনাম হায়দার মালিক জানিয়েছেন, পাঞ্জাব প্রদেশ থেকে ২০ লাখের বেশি মানুষকে এবং সিন্ধু প্রদেশ থেকে প্রায় ১.৫ লাখ মানুষকে সরানো হয়েছে। বন্যা বিশেষ করে মৌসুমি অতিবৃষ্টির ফলে সৃষ্টি হয়েছে, যা নদীগুলোর জলস্তর উপচে পড়ার কারণে আরও ভয়াবহ রূপ নিয়েছে। বিবিসি ও পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে জানা যায়, পাকিস্তান সরকার ক্ষতিগ্রস্ত...