১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৫ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৫ পিএম মিয়ানমারে সেনাবাহিনীর বিমান হামলায় ভয়াবহ এক ট্র্যাজেডি ঘটেছে। দেশটির পশ্চিম রাখাইন প্রদেশে মাধ্যমিক বিদ্যালয়ে হামলায় ১৯ শিক্ষার্থী নিহত হয়েছে। আন্তর্জাতিক মহল এ হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিতে তাৎক্ষণিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) আরাকান আর্মি নামের একটি জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠী এ তথ্য নিশ্চিত করেছে। তারা জানায়, শুক্রবার গভীর রাতে কিউকটাউ টাউনশিপে দুটি মাধ্যমিক বিদ্যালয়ে জান্তা বাহিনী বিমান হামলা চালায়। এ হামলার লক্ষ্য ছিল বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা দখল করা। তবে হামলার শিকার হয় নিরীহ শিক্ষার্থীরা, যাদের বয়স ১৫ থেকে ২১ বছরের মধ্যে। আরাকান আর্মির টেলিগ্রাম পোস্টে জানানো হয়, রাতের বেলা বিদ্যালয় লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়। এতে ঘটনাস্থলেই ১৯ শিক্ষার্থী নিহত হয়...