নিজস্ব প্রতিবেদক: চলতি সেপ্টেম্বর মাসে দুই কোম্পানির শেয়ারের ক্যাটাগরি পরিবর্তন হয়েছে। সোনালী লাইফ ইন্স্যুরেন্স ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। অন্যদিকে, এইচআর টেক্সটাইল লিমিটেড ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে। সোনালী লাইফ ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। তবে তা বিনিয়োগকারীদের মাঝে বিতরণ না হওয়ায় কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে রাখা হয়েছিল। চলতি বছরের ০১ সেপ্টেম্বর কোম্পানিটি জানিয়েছে, ২০২৩ সালের ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের মাঝে বিতরণ করা হয়েছে। এর প্রেক্ষিতে কোম্পানিকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। তবে ৩১ ডিসেম্বর, ২০২৪ সালের ডিভিডেন্ড এখনও ঘোষণা করেনি কোম্পানিটি। আগে বিনিয়োগকারীদের জন্য ভালো ডিভিডেন্ড দিয়ে ‘এ’ ক্যাটাগরিতে থাকা এইচআর টেক্সটাইল ২০২২ সালের পর প্রথম দিকে ১০ শতাংশ ডিভিডেন্ড পেয়েছিল।...