হংকংকে বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে দারুণ শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এই ম্যাচে জয় পেলে সেমিফাইনালের পথ অনেকটায় সহজ হয়ে যাবে লিটন বাহিনীদের জন্য। শনিবার (১৩ সেপ্টেম্বর) ম্যাচটি বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে। সম্প্রতি বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। দুই দলের মুখোমুখি লড়াইয়ের রেকর্ডও তা পরিষ্কার করে দেয়। যদিও পরিসংখ্যানের দিক থেকে এগিয়ে শ্রীলঙ্কা। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পারফরম্যান্সে বেশ পরিবর্তন এসেছে, যা সবার মধ্যে আশার সঞ্চার করেছে। সবশেষ লঙ্কানদের মাটিতেই তাদের হারিয়ে সিরিজ জিতেছিল টাইগাররা। এখন পর্যন্ত দুটি দল ২০ বার মুখোমুখি হয়েছে যার মধ্যে শ্রীলঙ্কা জিতেছে ১২টি ম্যাচে আর বাংলাদেশ জিতেছে ৮টি। সাম্প্রতিক পারফরম্যান্সে বাংলাদেশ ৫টি ম্যাচের মধ্যে ৪টি জিতেছে, অন্যদিকে শ্রীলঙ্কার জয় এসেছে কেবল ২টি ম্যাচে। তবে...