জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আগামীকাল রোববার বন্ধ থাকবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের কার্যক্রম টানা চলায় কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে। আজ শনিবার বিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ১১ সেপ্টেম্বর জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হয়। এর পর থেকে চলছে ভোট গণনা। নির্বাচন কমিশন আশা করছে, আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫ উপলক্ষে ১০, ১১, ১২ ও ১৩ সেপ্টেম্বর ভোট গ্রহণ প্রস্তুতি, ভোট গ্রহণ ও গণনা কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। তাঁরা নিরলসভাবে পরিশ্রম করে ও নির্ঘুম রাত কাটিয়ে এখন পরিশ্রান্ত। এ ছাড়া সাধারণ শিক্ষার্থীদের অনেকেই মানসিকভাবে পরিশ্রান্ত।...