বর্তমান বিশ্বে যেকোনো খেলাতেই রাইভালরি বা চিরপ্রতিদ্বন্দ্বিতা একটি স্বাভাবিক বিষয়। ক্রিকেটে রাইভালের কথা উঠলেই চলে আসে ভারত-পাকিস্তান অথবা অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের কথা। এই দেশগুলোর মাঝে খেলা মানেই প্রতি পরতে পরতে উত্তেজনার ছাপ। যেখানে খেলাটা শুধু খেলার মাঝেই সীমাবদ্ধ থাকে না। এটি হয়ে দাঁড়ায় দুই দেশের মান-সম্মানের লড়াই। সাধারণত দুই দেশের মাঝে অতীত ইতিহাস, সামাজিক ও অন্যান্য নানা কারণে তৈরি হওয়া তিক্ততা থেকেই রাইভালরির সূত্রপাত ঘটে। তবে এসবের বাইরে ব্যতিক্রম হিসেবে সম্প্রতি আরও দুই দেশের মাঝে ক্রিকেটে রাইভাল সম্পর্ক তৈরি হয়েছে। যার পেছনের কারণ পুরোটাই ক্রিকেটীয়। শুরুর দিকে বাংলাদেশ আর শ্রীলঙ্কার মাঝে সম্পর্ক ছিল শিক্ষার্থী আর শিক্ষকের মতো। একসময় যা দাঁড়ায় অনেকটা বন্ধুর মতো সম্পর্কে। কিন্তু সময়ের সাথে সাথে এটি রূপ নিয়েছে উত্তেজনায় পরিপূর্ণ এক ক্রিকেট প্রতিদ্বন্দ্বিতায়। এই দ্বন্দ্ব এখন শুধু মাঠেই সীমাবদ্ধ...