শেরপুরে সাপ ধরার সময় বিষাক্ত সাপের কামড়ে জামান মিয়া (৬৫) নামে এক ওঝার মৃত্যু হয়েছে। ১২ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ডোবারচর গ্রামে ওই ঘটনা ঘটে। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকাল ৩টার দিকে ওঝা জামাল উদ্দিন পার্শ্ববর্তী এলাকা ৪নং চরে একটি বিষাক্ত সাপ ধরতে যান। ধরার সময় সাপটি তার হাতের আঙ্গুলে কামড় দেয়। কিন্তু ওঝা বিষয়টি আমলে নেয়নি। ঘণ্টা দুয়েক পরে ওঝার শরীরে বিষক্রিয়া শুরু হলে তার শ্বাসকষ্ট শুরু হয়। পরে তার অবস্থার অবনতি হলে দ্রুত সদর হাসপাতালে আনা হয়। মৃতের স্বজনদের দাবি, হাসপাতালে এন্টিভেনাম নেই বলে হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে জানান। পরে একটি এন্টিভেনাম বাহির থেকে সংগ্রহ করে দেওয়ার পরেও তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকলে তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে...