১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৫ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৮ পিএম বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণত মানুষের মস্তিষ্কের কার্যকারিতা কমতে থাকে। তবে সাম্প্রতিক এক গবেষণা জানাচ্ছে, বাদ্যযন্ত্র বাজানো মস্তিষ্ককে দীর্ঘদিন তরুণ রাখতে সাহায্য করে। সঙ্গীত চর্চা শুধু শিল্প-সাহিত্যের আনন্দই দেয় না, বরং মস্তিষ্কের জন্য কার্যকর ব্যায়াম হিসেবেও কাজ করে। কানাডা ও চীনের বিজ্ঞানীরা পরিচালিত এ গবেষণা সম্প্রতি প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে, যেসব বয়স্ক ব্যক্তি নিয়মিত বাদ্যযন্ত্র বাজান, তারা বয়স বাড়লেও তরুণদের মতোই শব্দ ও কথোপকথন প্রক্রিয়াকরণ করতে পারেন। এমনকি হট্টগোলপূর্ণ পরিবেশেও তারা কথোপকথন সহজে বুঝতে সক্ষম হন। গবেষকদের মতে, এর কারণ হলো সঙ্গীত মস্তিষ্কে একটি বিশেষ ‘স্মৃতিকৌশল সংরক্ষণ’ বা কগনিটিভ রিজার্ভ তৈরি করে, যা বয়সের সঙ্গে সঙ্গে মস্তিষ্ককে কার্যকর রাখে। গবেষণায় দেখা গেছে, দীর্ঘদিন বাদ্যযন্ত্র বাজানো বয়স্কদের মস্তিষ্কে...