১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৪ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৪ পিএম মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিন জনকে আটক করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত ৷ শুক্রবার রাত সাড়ে ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন৷ অভিযানে পদ্মা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে তিন জনকে আটক করে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে এই দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মো. নেছার উদ্দিন। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার (খননযন্ত্র) বিকল করা হয়েছে৷ দণ্ডপ্রাপ্তরা হলেন- পটুয়াখালীর দশমিনা উপজেলার মোজাফর মাদবরের ছেলে মো. মোখলেস, রাঙ্গাবালী উপজেলার মো. খলিল মৃধার ছেলে মো. জুয়েল, মাদারীপুরের শিবচর উপজেলার হযরত আলী চোকদারের ছেলে মো. ফারুক৷ ইউএনও মো....