আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে মেহেরপুরের সাবেক পুলিশ সুপার ও পুলিশের সাবেক ডিআইজি এ কে এম নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর ইস্কাটনে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ডিবির একটি নির্ভরযোগ্য সূত্র গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে। নাম প্রকাশ না করার শর্তে ডিবির ওই উচ্চপদস্থ কর্মকর্তা জানান, নাহিদুল ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তদন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাকে হস্তান্তর করা...