বাংলা সাহিত্যে এমন কিছু কবি রয়েছেন, যাঁদের রচনায় নিখাদ দেশপ্রেম, মানবতা ও মাটির গন্ধ মিলে এক অপূর্ব আবেগ সৃষ্টি করেছে। পল্লীকবি জসীম উদ্দীন তেমনই এক সাহিত্যিক, যিনি তাঁর কাব্যজগৎকে কেন্দ্র করেই নির্মাণ করেছেন এক অনন্য পল্লীজীবনভিত্তিক সাহিত্যভুবন। বাংলা কবিতার ধারায় তিনি এমন এক শক্তিমান নাম, যাঁর কলমে পল্লিবাংলার চিত্র এঁকেছেন প্রাণবন্ত রূপে। ‘নকশী কাঁথার মাঠ’, ‘সোজন বাদিয়ার ঘাট’, ‘ধানের গান’ ইত্যাদি তাঁর কালজয়ী কাব্যকর্ম। যা গ্রামীণ জীবন, সম্পর্ক ও সংস্কৃতির ধারক ও বাহক।জীবন ও পারিবারিক প্রেক্ষাপটপল্লীকবি জসীম উদ্দীনের জন্ম ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে। তাঁর বাবা আনসারউদ্দীন মোল্লা ছিলেন একজন স্কুলশিক্ষক এবং ধর্মভীরু মানুষ। মা আমিনা খাতুনের কাছ থেকেই শুনেছিলেন গ্রামীণ লোককথা, গান আর বর্ণনা, যা পরবর্তীতে তাঁর কবিতায় ছায়া ফেলেছিল। ছোটবেলা থেকেই জসীম উদ্দীনের মাঝে ছিল...