ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সাবেক ডিআইজি ও মেহেরপুরের সাবেক পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে। আজ শুক্রবার রাতে রাজধানীর ইস্কাটনে নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ডিবি প্রধান ডিআইজি মো. শফিকুল ইসলাম তাঁকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। শফিকুল ইসলাম বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে নাহিদুল...