ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের ব্যাটিং ঝড় উঠল পূর্ণ শক্তিতে। হ্যারি ব্রুকের দল গড়ল একের পর এক বিশ্বরেকর্ড, ছুঁয়ে ফেলল ৩০০ রানের মাইলফলকও। ওপেনার জস বাটলার ও ফিল সল্টের বিধ্বংসী জুটিতে ইংল্যান্ড ২০ ওভারে তোলে অবিশ্বাস্য ৩০৪/২ রান। পরে ১৪৬ রানের ব্যবধানে জয় পায় তারা। এটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ইতিহাসে মাত্র তৃতীয়বার ৩০০ প্লাস ইনিংস, এবং প্রথমবার কোনো টেস্ট খেলুড়ে দলের অংশগ্রহণে। ৩০৪/২ – আইসিসির পূর্ণ সদস্য দলের মধ্যে এটি সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে ভারতের রেকর্ড ছিল ২৯৭/৬ (বাংলাদেশের বিপক্ষে, হায়দরাবাদ, ২০২৪)। কেবল জিম্বাবুয়ের ৩৪৪/৪ (গাম্বিয়ার বিপক্ষে, ২০২৪) এবং নেপালের ৩১৪/৩ (মঙ্গোলিয়ার বিপক্ষে, ২০২৩) এর চেয়ে কম। ইংল্যান্ড দ্বিতীয়বার ২৫০ এর বেশি সংগ্রহ পেল। দক্ষিণ আফ্রিকা হয়ে গেল প্রথম পূর্ণ সদস্য দল, যারা তিনবার ২৫০...