পুলিশের সাবেক উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) এ কে এম নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার ১৩ সেপ্টেম্বর) দুপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম রাইজিংবিডি ডটকমকে বলেন, “আদালত থেকে পরোয়ানা জারি করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।" মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সাবেক...