মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অগ্নিকাণ্ডে আহত শিক্ষার্থীদের মধ্যে আরও একজনকে ছাড়পত্র দিয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছাড়পত্র পাওয়া শিক্ষার্থীর নাম হাফসা খান (১১)। সে চতুর্থ শ্রেণির ছাত্রী। হাফসা খান ছাড়াও এর আগে মোট ২৩ জন শিক্ষার্থী ছাড়পত্র পেয়েছিল। ফলে এ নিয়ে বার্ন ইনস্টিটিউট থেকে মোট ২৪ জন শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হলো। বর্তমানে ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন আরও ১১ জন শিক্ষার্থী, যাদের চিকিৎসা এখনও চলছে। রাজধানীর উত্তরা এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড...