১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩০ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩০ পিএম বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে চেয়ার প্রতীক নিয়ে ১,৩৭০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ শাহে আলম হাওলাদার এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাছ প্রতীকের প্রার্থী ইলিয়াস ওসমান পেয়েছেন ১০১ ভোট। দোয়াত কলম প্রতীক নিয়ে ৮৪৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ মিরাজ বেপারী এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাজ প্রতীকের প্রার্থী এসএম মনিরুজ্জামান পেয়েছেন ৩৯৩ ভোট। নলচিড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ক্রেডিট ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৫১৭ জন। তবে ঋণ খেলাপির কারণে ১ হাজার ১৫৮ জন ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ায় বৈধ ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৫৯ জন। এবারের নির্বাচনে মোট ১৮...