১৯ বছর ধরে অভিনয়ে আছেন আজমেরী হক বাঁধন। দেশে অভিনয়ের অভিজ্ঞতা থেকে একসময় দেশের বাইরের পরিচালকদের সঙ্গেও কাজের সুযোগ হয় তাঁর। বাঁধনের জীবনে সবচেয়ে আলোচিত ও প্রশংসিত কাজ ‘রেহানা মরিয়ম নূর’। আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত এই ছবি দিয়ে তিনি বাইরের দেশেও নিজের পরিচিতি ছড়িয়ে দিতে সক্ষম হন। ‘রেহানা মরিয়ম নূর’ মুক্তির পর বাঁধন অভিনয় করেন ভারতীয় পরিচালক সৃজিত মুখার্জির সিরিজে। ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ সিরিজে বাঁধন তাঁর কাজের অভিজ্ঞতা যতটা সুখকর হবে ভেবেছিলেন, হয়েছে ঠিক তাঁর উল্টো। কলকাতায় অভিজ্ঞতা খারাপ হলেও মুম্বাইয়ের অভিজ্ঞতা বেশ চমৎকার বলে জানান বাঁধন। ২০২১ সালে কলকাতায় সৃজিত মুখার্জির পরিচালনায় মুক্তি পায় ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’। এ সিনেমায় প্রথমবারের মতো ওপার বাংলার পরিচালকের সঙ্গে কাজ করেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সিরিজটি দর্শকমহলে বিশেষ প্রশংসিত...