লালমনিরহাটে পুলিশ কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ১৭ জন প্রার্থীর পরিবারে এখন আনন্দের জোয়ার। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট পুলিশ লাইন্স ড্রিলশেড হলে ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার তরিকুল ইসলাম। তিনি জানান, সম্পূর্ণ সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ায় পরীক্ষা সম্পন্ন হয়েছে। কোনো দালাল চক্রের সদস্য নিয়োগ প্রক্রিয়ায় প্রবেশ করতে পারেনি। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ১ হাজার ১৭৫ জন প্রার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৭ জন এবং অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে আরও ৩ জনকে। উত্তীর্ণ প্রার্থীদের একজন বলেন, “আমরা গরীব পরিবার থেকে আসায় সমাজে অনেকেই আমাদের ছোট করে দেখতো। এখন পুলিশের চাকরি পেয়ে আমাদের একটা ‘লেভেল’ তৈরি হলো। সবাইকে বলতে পারবো আমারও একটা চাকরি আছে।” আরেকজন প্রার্থী জানান, মাত্র...