১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৮ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:১০ পিএম ফিলিস্তিন প্রশ্নে দীর্ঘদিনের সংঘাত ও রক্তক্ষয়ের পর জাতিসংঘ সাধারণ পরিষদে দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব বিপুল ভোটে অনুমোদন পেয়েছে। যদিও ইসরাইল তা প্রত্যাখ্যান করেছে, তবে জাতিসংঘ নিজেদের সিদ্ধান্তে অনড় রয়েছে। হামাসও এই ফলাফলে সন্তোষ প্রকাশ করেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এই প্রস্তাবের ভোটাভুটি হয়। মূল উদ্দেশ্য ছিল ফিলিস্তিন ও ইসরাইল ইস্যুতে একটি স্থায়ী সমাধানের পথ তৈরি করা। বিশ্বব্যাপী মানবিক বিপর্যয় ঠেকানো ও শান্তিপূর্ণ দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য সময়সীমা নির্ধারণ করে পদক্ষেপ নেওয়ার আহ্বানই ছিল প্রস্তাবের মূল বক্তব্য। জাতিসংঘ সাধারণ পরিষদে ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে এই প্রস্তাব উত্থাপন করা হয়। ভোটের ফলাফলে দেখা যায়, ১৪২টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। বিপক্ষে ভোট দেয় মাত্র...