নিজস্ব প্রতিবেদক: নব্বইয়ের দশকে লোকসংগীতের জনপ্রিয় মুখ কুদ্দুস বয়াতি। লোকগানের এই বরেণ্য শিল্পী সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে নিজের অবস্থান প্রকাশ করে আলোচনায় এসেছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল পৌনে ১২টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেন কুদ্দুস বয়াতি। সেখানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোট গণনায় বিলম্ব হওয়া নিয়ে বিস্ময় প্রকাশ করেন। তিনি লিখেন:“পাগলা মসজিদের বস্তার বস্তা টাকা গুনে শেষ নিমিশেই, আর ১১ হাজার ভোট গুনতে তিনদিন।” তার এই পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়ে এবং মন্তব্যে ভক্ত ও অনুসারীরা বিভিন্ন প্রতিক্রিয়া জানান। আতিকুল হাসান লিখেছেন:“নির্বাচন কমিশন আছে ঝামেলায়, কার মন রাখবো, বিএনপি নাকি জামায়াত?” মহিউদ্দিন মাহি রসিকতা করে লেখেন:“শিবিরকে গণণার দায়িত্ব দেওয়া হউক।” মোহাম্মদ মনিরুজ্জামান মনির কুদ্দুস বয়াতির প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখেছেন:“আমার প্রিয়...