জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামীকাল রবিবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এদিন সব ধরনের একাডেমিক ক্লাস ও প্রশাসনিক অফিস বন্ধ থাকবে। তবে ভর্তি পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে বিশ্ববিদ্যালয়ের সব অফিস ও ক্লাস স্বাভাবিক সময়ে চলবে। তবে সব চূড়ান্ত পরীক্ষা আপাতত স্থগিত থাকবে। কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ও ফল গণনা কার্যক্রম চার দিন ধরে চলার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার...