ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুরে পৌঁছেছেন। ২০২৩ সালের মে মাসে রাজ্যে জাতিগত সহিংসতা শুরুর পর এটিই তার প্রথম সফর। মিজোরামের আইজল থেকে বিমানে তিনি ইমফাল পৌঁছান এবং সেখান থেকে কুকি-অধ্যুষিত চুরাচাঁদপুরের উদ্দেশে রওনা হন।ইমফাল বিমানবন্দরে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানান মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভল্লা ও মুখ্যসচিব পুনীত কুমার গোয়েল। প্রধানমন্ত্রী যে চুরাচাঁদপুরে যাচ্ছেন, সেটি ২০২৩ সালের জাতিগত সংঘর্ষে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি। ওই সহিংসতায় অন্তত ২৬০ জন প্রাণ হারান এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েন।প্রধানমন্ত্রী মোদী হলেন রাজীব গান্ধীর পর প্রথম প্রধানমন্ত্রী, যিনি চুরাচাঁদপুর সফর করছেন। দুপুর আড়াইটার দিকে তিনি আবার ইমফালে ফিরবেন এবং এক হাজার ২০০ কোটি রুপির বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। এছাড়া কাংলা ফোর্টে একটি জনসভায় ভাষণ দেবেন।মণিপুরের মুখ্যসচিব জানান, প্রধানমন্ত্রীর সফর রাজ্যে...