জাতিসংঘের উত্তর কোরিয়া মানবাধিকার কার্যালয়ের প্রধান জেমস হিনান জানান, কোভিড-১৯ মহামারির পর থেকে সাধারণ অপরাধ ও রাজনৈতিক অপরাধের জন্য মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা বেড়েছে দেশটিতে। নতুন আইনের আওতায় জনপ্রিয় দক্ষিণ কোরীয় নাটকসহ বিদেশি সিরিজ বিতরণের অপরাধে ইতিমধ্যেই অজানা সংখ্যক মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।প্রতিবেদনে আরও বলা হয়, বাধ্যতামূলক শ্রমে নিযুক্ত করা হচ্ছে শিশুদেরও। বিশেষ করে সমাজের নিম্নবিত্ত শ্রেণির শিশুরা ঘুষ দিতে না পারায় তাদেরকে কয়লাখনি ও নির্মাণ খাতের বিপজ্জনক কাজে পাঠানো হচ্ছে তথাকথিত “শক ব্রিগেড”-এর নামে। গত বছর জাতিসংঘ জানিয়েছিল, এ ধরনের শ্রম অনেক ক্ষেত্রে দাসপ্রথার শামিল, যা মানবতার বিরুদ্ধে অপরাধ।২০১৪ সালের ঐতিহাসিক প্রতিবেদনে উত্তর কোরিয়ার হত্যাযজ্ঞ, ধর্ষণ, নির্যাতন, ইচ্ছাকৃত অনাহার সৃষ্টি এবং ৮০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার মানুষকে কারাগারে আটকে রাখার প্রমাণ উপস্থাপন করেছিল জাতিসংঘ। নতুন প্রতিবেদনটি ২০১৪–এর পরবর্তী সময়ের...