লালমনিরহাটের বাজারে সবজির দামে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে মাছের দাম নিম্ন ও মধ্যম আয়ের মানুষের নাগালের বাইরে চলে গেছে। ফলে সাধারণ ক্রেতারা স্বস্তি পেলেও মাছ কিনতে গিয়ে পড়ছেন বিপাকে।শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে জেলার নামুড়ী, শিয়ালখোওয়া, চাপারহাট ও সকাল বাজার ঘুরে দেখা গেছে, সবজির দাম আগের তুলনায় কমলেও মাছের দাম চড়া।গত সপ্তাহে শিমের কেজি ছিল ২০০ থেকে ২৪০ টাকা, বর্তমানে তা বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়। লাউয়ের দাম ৭০–৯০ টাকা থেকে কমে এখন দাঁড়িয়েছে ৩০–৪০ টাকায়। গোল বা কালো বেগুন মিলছে কেজিপ্রতি ৪০ টাকায়। ঢেঁড়স, পটল, শসা, কাঁকরোল ও মিষ্টি লাউ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৪০–৫০ টাকায়। তবে আলু, কাঁচা পেঁপে ও কলা ছাড়া ২৫ টাকার নিচে আর কোনো সবজি নেই।শিয়ালখোওয়া বাজারের সবজি বিক্রেতা সামদ মিয়া বলেন, সবজির বাজার সবসময় একরকম...