ট্রেইনি অফিসার/অফিসার পদে জনবল নিয়োগের জন্য নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবুল খায়ের গ্রুপ। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত।আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।দেখে নিন আবুল খায়ের গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫প্রতিষ্ঠানের নাম:আবুল খায়ের গ্রুপপদের নাম:ট্রেইনি অফিসার/অফিসারদারাজের এইচআর বিভাগে ইন্টার্ন করার সুযোগ, আজই আবেদন করুনপদসংখ্যা:নির্ধারিত নয়শিক্ষাগত যোগ্যতা:কৃষি, কৃষিবিদ্যা, মৃত্তিকাবিজ্ঞান, উদ্ভিদবিদ্যা অথবা বনবিদ্যায় এমএসসি/বিএসসি ডিগ্রি।অন্যান্য যোগ্যতা:তামাক পাতা চাষ, কৃষক নিবন্ধন এবং তামাক সংগ্রহ তত্ত্বাবধান ও পরিচালনায় দক্ষতাঅভিজ্ঞতা:প্রয়োজন নেইচাকরির ধরন:ফুলটাইমকর্মক্ষেত্র:অফিসেপ্রার্থীর ধরন:শুধু পুরুষবয়সসীমা:২৪ থেকে ৩৫ বছরকর্মস্থল:যেকোনো স্থানেবেতন:আলোচনা সাপেক্ষেঅন্যান্য সুবিধা:প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ীআবেদন যেভাবে:আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতেএখানে ক্লিককরুন।আবেদনের শেষ সময়:১০ অক্টোবর ২০২৫ আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন...