ভোলায় ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি ও উপজেলা মসজিদের খতিব মাওলানা আমিনুল হক নোমানীর নৃশংস হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে তার ছেলে রেদোয়ানকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। শনিবার সকালে তজুমদ্দিন উপজেলা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক ও সামাজিক বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের সঙ্গে পারিবারিক সদস্যদের সম্পৃক্ততার সন্দেহ পাওয়া গেছে। তদন্তের অগ্রগতির অংশ হিসেবে নিহত নোমানীর ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে...