প্রতিবছর সড়ক দুর্ঘটনায় হাজারো মানুষের প্রাণহানি, অসহনীয় যানজট ও জনভোগান্তি—এগুলো আর ব্যক্তিগত সমস্যা নয়, বরং জাতীয় সংকটে পরিণত হয়েছে। এই প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর কাছে নির্বাচনী ইশতেহারে সড়ক নিরাপত্তা ও যানজট নিরসনের সুস্পষ্ট কৌশল অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘যাত্রী অধিকার দিবস’-এর আলোচনা সভায় এই দাবি তোলেন সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী। তিনি বলেন, “প্রতিবছর সড়কে হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছে। অসহনীয় যানজটের কারণে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। অথচ এই খাতকে গুরুত্ব দিয়ে কোনো রাজনৈতিক দল স্পষ্ট পরিকল্পনা নিচ্ছে না। আমরা চাই, আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী সব দল তাদের ইশতেহারে উন্নত গণপরিবহন ব্যবস্থা ও সড়ক দুর্ঘটনা রোধের বাস্তবসম্মত রোডম্যাপ অন্তর্ভুক্ত করুক।” যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ অনুযায়ী, গত ১১...