নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ছাত্র রাজনীতিতে একসময় সুসংগঠিত, বিতর্কিত এবং আলোচিত একটি নাম ছাত্রশিবির। রাজনীতির পাশাপাশি শিবিরের নেতাদের মধ্যে অনেকেই নিজেদের মেধা, উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক স্বীকৃতির মাধ্যমে ভিন্ন পরিচয় গড়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে হার্ভার্ড, অক্সফোর্ড কিংবা মালয়েশিয়া ও তুরস্কের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় পর্যন্ত ছড়ানো এসব নেতারা শুধু রাজনীতিতে নয়— শিক্ষাক্ষেত্রেও রেখেছেন দৃপ্ত পদচিহ্ন। বাংলাদেশ জামায়াত ইসলামীর ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কয়েকজন শিক্ষিত ও জনপ্রিয় নেতার পরিচয় নিচে দেওয়া হলো: মোহাম্মদ দেলোয়ার হোসেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের একজন প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি। তিনি ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৮ সালে কৃতিত্বের সাথে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এবং ২০০০ সালে এইচএসসি পাশ করেন। এরপর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে ভর্তি হয়ে স্নাতক শেষ করেন। পরে তিনি বাংলাদেশ ইসলামী...