অনেকেই পেটে ব্যথা হলেই বলেন, ‘হয়তো পেটে পাথর হয়েছে!’ কিন্তু পেটে কি আসলে ‘পাথর’ হয় ? পেটের কোথায় হয়? আর কেমন ব্যথা হলে সেটা সত্যিই পাথর হওয়ার লক্ষণ?সাধারণত আমাদের পেটের উপরের ডানদিকে যে ছোট্ট একটি থলির মতো অঙ্গ থাকে, তাকে বলে পিত্তথলি (Gallbladder)। এর কাজ হলো হজমে সহায়তা করা, বিশেষ করে চর্বিযুক্ত খাবার হজমে। এই পিত্তথলিতেই মাঝে মাঝে পাথর তৈরি হয়, যাকে বলে গলস্টোন।রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটের পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ ডা. মুসআব খলিল এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।পিত্তথলির পাথর মানে কী?পিত্তথলির মধ্যে থাকা তরলে (পিত্তরস) নানা রকম উপাদান জমে ছোট ছোট পাথরের মতো বস্তু তৈরি হয়। সাধারণত এই পাথর হয় কোলেস্টেরলজাতীয় এবং তা হতে পারে ধূলিকণার মতো ছোট অথবা টেনিস বলের মতো বড়। কখনো একটিমাত্র, আবার কখনো অনেকগুলো।যে খাবারগুলো সকালে এড়িয়ে...