প্রতিবন্ধী যাত্রীদের প্রতি বৈষম্যের অভিযোগে উবারের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। বৃহস্পতিবার উবারের বিরুদ্ধে মামলাটি করেছে সংস্থাটি। মামলার নথি অনুসারে উবারের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, প্রতিবন্ধী যাত্রীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে রাইড শেয়ারিং কোম্পানিটি। যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোর এক ফেডারেল আদালতে দায়ের করা মামলার অভিযোগপত্র বলছে, “প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিভিন্ন পরিষেবার বিষয়টি যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, কয়েকটি গুরুত্বপূর্ণ দিক থেকে তাদেরকে সেবার পূর্ণ ও সমান সুবিধা দিচ্ছে না উবার।” মার্কিন বিচার বিভাগের অভিযোগ, উবার ও তাদের চালকেরা ‘নিয়মিতভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা দিতে অস্বীকার করছে, বিশেষ করে যারা সার্ভিস অ্যানিমেল বা সহায়ক প্রাণী নিয়ে ভ্রমণ করেন বা ভাঁজ করা যায় এমন হুইলচেয়ার ব্যবহার করেন’ তাদের বেলায়। অভিযোগে আরও রয়েছে, উবার অবৈধভাবে অতিরিক্ত চার্জ আরোপ করছে। যেমন– সহায়ক প্রাণীর কারণে পরিষ্কার করার...