ময়মনসিংহ ব্যুরো:ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ভালুকা উপজেলার ভরাডোবা তাসরিফ কটন মিলের সামনে রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় উল্টো দিক থেকে আসা ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস নেত্রকোণাগামী আয়ান রায়ান পরিবহনের অপর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শ্যামলী বাংলা পরিবহনের অজ্ঞাত দুই পুরুষ যাত্রী নিহত হন এবং দুই বাসে ১০ যাত্রী আহত হন। ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে। স্থানীয়রা জানায়,...