১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪১ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪১ পিএম সাতক্ষীরা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে শিশুসহ ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ভারতের উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর সীমান্ত থেকে তাদের আটক করে বিএসএফ। পরে সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের শূন্যরেখায় পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। রাত সাড়ে নয়টার দিকে বিজিবি আটক ব্যক্তিদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে। সাতক্ষীরা সদর থানার ওসি শামিমুল হক জানান, আটক ব্যক্তিদের যাচাই-বাছাই শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এদের মধ্যে রয়েছেন তিনজন নারী, তিনজন পুরুষ এবং চারজন শিশু। আটক ব্যক্তিদের পরিচয়, কদবানু বেগম (৪৬) ও ইসরাফিল হুসাইন (১৬), সাং— রসুলপুর, লংগদু, রাঙ্গামাটি। মো. মাহফুজ গাজী (২৯), সাং— ঘোশালপুর, শ্যামনগর, সাতক্ষীরা। রিতা...