নেপালের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী বিশেশ্বর প্রসাদ (বিপি) কৈরালার দুই নাতি-নাতনির মধ্যে একজন বলিউডে ঝড় তুললেও অন্যজন হারিয়ে যান রুপালি জগৎ থেকে। মনীষা কৈরালা হয়েছেন বলিউডের নামকরা অভিনেত্রী, অথচ তার ভাই সিদ্ধার্থ কৈরালা সিনেমা জগতে কখনোই সফল হতে পারেননি। বিপি কৈরালা ছিলেন নেপালের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী (১৯৫৯-১৯৬০)। তার ছেলে প্রকাশ কৈরালা ২০০৫ থেকে ২০০৬ পর্যন্ত নেপালের বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ মন্ত্রী ছিলেন। প্রকাশের সন্তান মনীষা কৈরালা ও সিদ্ধার্থ কৈরালা বলিউডে অভিনয় শুরু করেন। যেখানে মনীষা হয়ে ওঠেন তারকা, সিদ্ধার্থ কখনোই আলো ছড়াতে পারেননি। নেপালে জন্ম হলেও ভারতেই তার শিক্ষা ও সফল কর্মজীবন গড়ে উঠে। মনীষা ছিলেন তার সময়ের অন্যতম জনপ্রিয় ও সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী। যিনি তিনটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, একটি ফিল্মফেয়ার সাউথ, একটি ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসহ একাধিক পুরস্কার অর্জন করেছেন। ২০০১...