জি-৭ জোটভুক্ত দেশগুলোকে রাশিয়ার তেল ক্রয়কারী দেশ বিশেষত ভারত ও চীনের ওপর শুল্ক আরোপ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র । সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) এক ভার্চুয়াল বৈঠকে এই আহ্বান জানানো হয়, যেখানে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ বাড়ানোর নানা পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। কানাডার অর্থমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শঁপান এই বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে কানাডার পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ বন্ধে চাপ প্রয়োগ করতে জি-৭ দেশগুলো একসাথে নতুন অর্থনৈতিক পদক্ষেপ নিতে সম্মত হয়েছে। এর মধ্যে রয়েছে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা, হিমায়িত রুশ সম্পদ ইউক্রেনের পক্ষে ব্যবহারের উদ্যোগ এবং রাশিয়ার ‘যুদ্ধ-সহযোগী’ দেশগুলোর ওপর সম্ভাব্য শুল্ক আরোপ। বৈঠকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, পুতিনের যুদ্ধযন্ত্রকে অর্থায়ন থেকে বঞ্চিত করতে আমাদের একত্রিত...