১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৯ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:২১ পিএম মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী সংঘাত নিরসনের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে জাতিসংঘ। ফিলিস্তিন-ইসরায়েল সংকটের সমাধানে দ্বি-রাষ্ট্রভিত্তিক রূপরেখা নির্ধারণ করে একটি প্রস্তাব সাধারণ পরিষদে গৃহীত হয়েছে। এই প্রস্তাবকে অনেকেই শান্তির নতুন অধ্যায় হিসেবে দেখছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদে অনুষ্ঠিত ভোটাভুটিতে বাংলাদেশসহ ১৪২টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। এর লক্ষ্য হলো মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা এবং ফিলিস্তিনিদের একটি স্বাধীন রাষ্ট্র গঠনের অধিকারকে স্বীকৃতি দেওয়া। দীর্ঘদিনের সংঘাত, মানবিক বিপর্যয় ও দখলদারিত্বের অবসান ঘটানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভোটাভুটিতে ১৪২ দেশ প্রস্তাবের পক্ষে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রসহ ১০টি দেশ বিপক্ষে এবং ১২টি দেশ ভোটদানে বিরত থাকে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই প্রস্তাব আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে ফিলিস্তিনিদের রাষ্ট্র গঠনের...