বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেতা আলমগীর। সত্তরের দশক থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি অভিনয় করেছেন অত্যন্ত প্রতাপের সঙ্গে।উপহার দিয়েছেন অসংখ্য হিট সিনেমা। পেয়েছেন অসংখ্য সম্মাননা। এই অভিনেতা সামাজিকমাধ্যমেও সক্রিয় নন। কিন্তু তার নামে একাধিক ভুয়া ফেসবুক আইডি ও ফ্যান পেজ ঘুরে বেড়াচ্ছে অনলাইনে। এসব নিয়ে সতর্কবার্তা দিয়েছেন তার মেয়ে সংগীতশিল্পী আঁখি আলমগীর। সম্প্রতি ‘নায়ক আলমগীর ফ্যানস ক্লাব’ নামের একটি ফেসবুক পেজ দেখা যাচ্ছে। এর অনুসারীর সংখ্যা প্রায় সাড়ে ছয় লাখ। বিষয়টি দৃষ্টিগোচর হওয়ায় এটি নিয়ে সরব হয়েছেন আঁখি। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই পেজের সঙ্গে অভিনেতা আলমগীরের কোনো সম্পর্ক নেই। ফেসবুকে দেওয়া এক পোস্টে আঁখি লেখেন, এসব বন্ধ করেন। আপনারা কারা ফ্যান ক্লাব চালান জানি না তবে কার নাম দিয়ে চালাচ্ছেন তা একটু বুঝে পোস্টগুলো করবেন এরপর থেকে। তার বিশালতা যদি...