ইতালিয়ান কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তির অধীনে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে নতুন করে দল সাজাচ্ছেন খ্যাতিমান এই কোচ। ব্রাজিলিয়ান ফুটবলের নতুন অধ্যায়ের শুরুতেই তিনি এবার নিজের ভবিষ্যতের পরিকল্পনা প্রকাশ করেছেন। সিবিএফের সঙ্গে তার এক বছরের চুক্তি হলেও ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচ হিসেবে থাকতে তার আপত্তি নেই। ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেছেন, ‘ব্রাজিলের জন্য বিশ্বকাপের প্রস্তুতি বিশেষ কিছু। আমি প্রথমে এক বছরের চুক্তি করেছি। কিন্তু এখন সবকিছু উন্মুক্ত। যদি সিবিএফ চায়, (২০২৬ বিশ্বকাপের পর ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত) আমি কোনো সমস্যা ছাড়াই চালিয়ে যেতে পারি। আমার এবং আমার পরিবারের জন্য এখানে থাকা আনন্দের।’ সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, আনচেলত্তির ওপর সর্বোচ্চ আস্থা রেখেছে সিবিএফ। পাশাপাশি, দলের খেলোয়াড়রাও ইতালিয়ান কোচের সঙ্গে ‘দাদু-নাতির’ সম্পর্ক এবং তার খোলামেলা মনোভাবকে প্রশংসা করেছেন।...