পাকিস্তানের সরকার সোশ্যাল মিডিয়ায় চলমান রাষ্ট্রবিরোধী প্রচারণার বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। এ অভিযানে কেন্দ্রীয় ভূমিকা পালন করছে ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ)। সরকারি তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সারা দেশে ৩৫৬টি এফআইআর দায়ের করা হয়েছে। একইসঙ্গে ৭৮৯টি তদন্ত চলছে। সেনাবাহিনীবিরোধী পোস্টে ৫২টি মামলা দায়ের করা হয়েছে। রাষ্ট্রবিরোধী অনলাইন কার্যকলাপ ঠেকাতে বিভিন্ন যৌথ তদন্ত দল (জেআইটি) (JIT) গঠন করা হয়েছে। এনসিসিআইএ ও পাকিস্তান টেলিকমিউনিকেশন কর্তৃপক্ষ (পিটিএ) যৌথভাবে কাজ করছে, যাতে উস্কানিমূলক কনটেন্ট দ্রুত সরানো এবং সংশ্লিষ্ট অ্যাকাউন্ট বন্ধ করা যায়। এনসিসিআইএ-র ওপেন সোর্স...