নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া সুশীলা কার্কিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। শনিবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নেপালের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন বার্তা পাঠানোর বিষয়টি জানানো হয়। বার্তায় প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, “এই সংকটময় ও চ্যালেঞ্জিং সময়ে আপনার এই উচ্চ পদে আসীন হওয়া, নেপালের জনগণের আপনার প্রতি অর্পিত আস্থা ও বিশ্বাসের প্রতিফলন।” তিনি আরও বলেন, “নেপালের দীর্ঘদিনের বন্ধু ও প্রতিবেশী হিসেবে আমরা নিশ্চিত যে, আপনার দক্ষ নেতৃত্ব ও প্রজ্ঞার মাধ্যমে নেপাল এবং এর সংগ্রামী জনগণ শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার পথে অবিচলিতভাবে এগিয়ে যাবে।” দুই দেশের মধ্যে বিদ্যমান গভীর বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক আরও সুদৃঢ় করতে নেপালের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহের কথাও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। নেপালের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলিতে প্রাণহানির জন্য গভীর...